দুর্গাপুর স্টিল টাউনশিপে আইনস্টাইনের ৮ নং স্ট্রিটের কালীবাড়ির রাস্তার উপর একটি ৯ ফুট লম্বা পাইথনকে দেখে পথচলতি মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা পাইথনটির বিষয়ে সর্প বিশারদ দেবাশীষ মজুমদারকে খবর দিলে দেবাশীষ মজুমদার এসে পাইথনটিকে বেশ কিছুক্ষণের চেষ্টায় কাবু করে ব্যাগবন্দি করেন। এরপর পাইথনটিকে দুর্গাপুর বন‌দফতরের হাতে তুলে দেওয়া হয়।

দুর্গাপুরের মুখ্য বনপাল এম কে মন্ডল বলেন, ‘যে পাইথনটি ধরা পড়েছে সেটি একটি পূর্ণ বয়স্ক পাইথন। পাইথনটি দু’দিন পর দেউলের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’ সর্প বিশারদ দেবাশীষ মজুমদার বলেন, ‘দুর্গাপুরের স্টিল টাউনশিপের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ঘাটে কিভাবে এতবড় পূর্ণ বয়স্ক পাইথনটি এল সেটাই বিষ্ময়কর ব্যাপার। এই ধরনের পাইথন সাধারণত জঙ্গল এলাকায় থাকে।’ স্টিল টাউনশিপের বাসিন্দাদের ধারণ পাইথনটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এতবড় পাইথন এই এলাকায় আগে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

Like Us On Facebook