Photo: Collected

একদিকে লকডাউনের রাশ কিছুটা হালকা পাশাপাশি বাস-ট্রেনে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন। ফলে রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে সিংহভাগই পরিযায়ী শ্রমিক ও তাঁদের সংস্পর্শে আসার কারণেই সংক্রমণ হয়েছে।

পূর্ব বর্ধমানে বুধবার নতুন করে আরও ৮ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এই আক্রান্তদের মধ্যে ভাতাড়ের কালিপাহাড়ীতে ১জন, রায়নার আলমপুরে ১জন, মেমারির বিজরায় ২জন, বর্ধমান শহরের পুর এলাকা উদয়পল্লীর বেলপুকুরে ১জন এবং কালনা ২নং ব্লকের ৩ জন আক্রান্ত হয়েছেন। এঁদের প্রত্যেককেই দুর্গাপরের সনাকা কোডিভ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে তাঁদের পরিবার ও তাঁদের সংস্পর্শে আসা মানুষজনকে কোয়রান্টিন সেণ্টারে পাঠানো হচ্ছে। পাশাপাশি ওই সমস্ত এলাকাকে কনটেনমেণ্ট জোন করা হচ্ছে। এদিকে, পরিযায়ী শ্রমিকরা জেলায় ঢুকতেই যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে তার জেরে রীতিমত গোটা জেলা জুড়েই আতংক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে দেশে সর্বাধিক করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র থেকে ৪১ টি ট্রেনে আজ রাত থেকেই রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা।

Like Us On Facebook