সারা দেশের সঙ্গে দুর্গাপুরেও ৭১ তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হল। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় সকালে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্কুল ও ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় প্রভাত ফেরির। দুর্গাপুরের হর্ষবর্ধনে ডিএসপি তপশিলি জাতি ও উপজাতি ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনর অফিসে মঙ্গলবার জাতীয় পাতাকা তুলে শহীদ স্মরণ অনুষ্ঠান হয়। দুর্গাপুরের ভিড়িঙ্গী তৃণমূলের কার্যালয়ে দুর্গাপুর পুরসভার সদ্য প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী মঙ্গলবার জাতীয় পতাকা উত্তোলন করেন। পানাগড় রেলস্টেশন সংলগ্ন এনএনএস রোডে স্থানীয় যুবক যুবতীদের উদ্যোগে পানাগড়ের জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করেন। তাছাড়া পানাগড়ের ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা সর্ব সাধারণের দেখার জন্য দুর্গাপুরের জাংশন মলে সেনা বাহিনীর অস্ত্র সম্ভার নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেন।

 

Like Us On Facebook