যথাযথ মর্যাদায় ৬৯তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দুর্গাপুরের সর্বত্র। এদিন গান্ধী মোড়ে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা জাতীয় পতাকা উত্তোলন করেন। একইসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও রাজ্য সরকারের সচেতনতা ও উন্নয়নমুলক বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় গান্ধী মোড় ময়দানে।
দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস পালন করে। ডিএসপির বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডেও এদিন সাড়ম্বরে পালিত হল প্রজাতন্ত্র দিবস। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ চন্দ্র শেখর ব্যানার্জী, কাউন্সিলর বর্ণালি দাস সহ বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। দুর্গাপুরের ভিড়িঙ্গী ও বেনাচিতিতে বিভিন্ন স্কুল ও সংগঠনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে প্রভাত ফেরি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুর্গাপুরের তিন নম্বর এরিয়ার সিপিএম কর্মীরা প্রজাতন্ত্র দিবসে শপথ গ্রহণ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। বিজেপি কর্মীরাও এদিন যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করে দুর্গাপুরে। দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে তৃণমূল কংগ্রেস কর্মীরা পতাকা উত্তোলন ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করে। দুর্গাপুরের কংগ্রেস কার্যালয়েও কংগ্রেস কর্মীরা সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন। দুর্গাপুর প্রেস ক্লাবেও যথাযথ মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।