নরেন্দ্র মোদি বাংলার মাটিতে যখন জনসভা করছেন ঠিক সেই সময়েই ভাঙন ধরল পূর্ব বর্ধমানের বিজেপি ও বাম শিবিরে । বুধবার জামালপুর ব্লকের ২০০ সিপিআই(এম) কর্মী ছাড়াও আসএসপি ও মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক দলের শতাধিক কর্মী আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করেন। একইদিনে তিন শতাধিক বিজেপি কর্মীও এদিন তৃণমূলে যোগদান করলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদান উপলক্ষে এদিন জামালপুর ব্লক তৃণমূল নেতা মেহেমুদ খানের অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তৃণমূলের দুই সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, উত্তম সেনগুপ্ত প্রমুখরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মেহেমুদ খান ও দুই জেলা তৃণমূল নেতা।
মেহেমুদ খান এদিন বলেন, আজ তৃণমূলে যোগ দেওয়া সিপিআই(এম) ও মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক দলের কর্মীরা সকলেই জামালপুর ২ পঞ্চায়েত এলাকার বাসিন্দা। মার্কসবাদী ফরোয়ার্ড ব্লক দলের রাজ্য কমিটির নেতা জয়দেব মিত্র এবং সিপিএম নেতা মানসিং মুর্মু, জয়দেব সরেনের নেতৃত্বে বাম কর্মীরা এদিন তৃণমূলে যোগদান করেছেন। পাড়াতল ২ অঞ্চলের আরএসপি নেতা কৃষ্ণচন্দ্র ঘোষ তাঁর অনুগামীদের নিয়ে এদিনই তৃণমূলে যোগদান করেন। জ্যোৎশ্রীরাম অঞ্চলের দুই বিজেপি নেতা সুব্রত দেবনাথ ও সৌমেন পালের নেতৃত্বে তৃণমূলে যোগদান করেছেন বিজেপি কর্মীরা।