ঘুর্নিঝড় আসার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিদবিহার পঞ্চায়েত এলাকার অজয় নদের মানা তালবাহারি গ্রাম থেকে ৫০ টি পরিবারের ১৫০ জন সদস্যকে অঙ্গনওয়ারি এবং ফ্লাড সেন্টারে নিয়ে আসা হয়েছে। পঞ্চায়েত সদস্য বাপি সুত্রধর জানান, পঞ্চায়েত থেকে গ্রামগুলিতে সচেতনতা আনতে মাইকিং করার কাজ করা হয়েছে। বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল এবং ব্লক আধিকারিক সহ প্রশাসনিক কর্তারা তালবাহারিতে পরিদর্শনে আসেন। কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টচার্য বলেন, এই মুহুর্তে অজয়ে সেরকম জল নেই, ফলে সমস্যা হওয়ার কথা নয়, তবে অতিবৃষ্টির ফলে জল ছাড়া হলে জল বাড়বে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন। বিডিও জানান, প্রতিটি দফতরের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করে সব ইউনিটগুলিকেই প্রস্তুত রাখা হয়েছে এবং কড়া নজরদারি রাখা হচ্ছে।

Like Us On Facebook