দুর্গাপুর ইস্পাত কারখানায় শিল্প নিরাপত্তা বাহিনীর নিয়োগ পরীক্ষায় অত‍্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নকল করতে গিয়ে পাঁচ যুবক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকদের হাতে ধরা পড়ল। দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন জেএম সেনগুপ্ত রোডের একটি স্কুলে সিআইএসএফের গ্রুপ ডি পদের নিয়োগ পরীক্ষা ছিল রবিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার শিল্প নিরাপত্তা বাহিনীর নিয়োগ পরীক্ষার সিট পড়েছিল দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন জেএম সেনগুপ্ত রোডের একটি স্কুলে। পরীক্ষা চলাকালীন কয়েকজন পরীক্ষার্থীর আচরণ দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। পরীক্ষকরা ৫জন পরীক্ষার্থীকে তল্লাশি করে তিনটি মোবাইল, দুটি ইলেকট্রনিক্স ডিভাইস পেলে তাদের দুর্গাপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করলে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত ধৃতদের দশদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী বলেন, এই জালিয়াতির পিছনে কোন চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের নাম মেঘনাথ বিশ্বাস, সুমন জোয়ারদার, মিঠুন বিশ্বাস তিনজনেই নদিয়ার বাসিন্দা, গঙ্গা বর্মন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং মুর্শিদাবাদের বাসিন্দা রামলাল ঘোষ।

Like Us On Facebook