.
পূর্ব বর্ধমান জেলায় করোনার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। শনিবার এযাবৎকালের সর্বোচ্চ করোনা আক্রান্ত জেলায়। ২৪ ঘন্টায় জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৪৮ জন। পূর্ব বর্ধমান জেলা তথ্য-সংস্কৃতি দফতরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, কেবলমাত্র বর্ধমান পুর এলাকাতেই করোনা আক্রান্ত হয়েছেন ১৭০জন। আউসগ্রাম ১ ব্লকে ৭ জন, আউসগ্রাম ২ ব্লকে ১০ জন, ভাতাড় ব্লকে ১২ জন, বর্ধমান ১ নং ব্লকে ১৫ জন, বর্ধমান ২ নং ব্লকে ১৩ জন, দাঁইহাট পুর এলাকায় আক্রান্ত হয়েছে ৭ জন, গলসি ১ নং ব্লকে ৩০ জন, গলসি ২ নং ব্লকে ৩ জন, কালনা পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১ জন, কালনা ১ নং ব্লকে ৪ জন, কালনা ২ নং ব্লকে ৩ জন, কাটোয়া পুর এলাকায় ১১ জন, কাটোয়া ১নং ব্লকে ১৯ জন, কাটোয়ায় ২ নং ব্লকে ১০ জন, খণ্ডঘোষ ৬ জন, মেমারি পুর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৪ জন, মেমারি ১ ব্লকে ১ জন, মেমারি ২ ব্লকে ৭ জন, মঙ্গলকোটে ৮ জন, মন্তেশ্বরে ৩০ জন, রায়না ১ ব্লকে ৮ জন, রায়না ২ ব্লকে ৭ জন, পূর্বস্থলী ১ ব্লকে ৩ জন, পূর্বস্থলী ২ ব্লকের ৬ জন, জামালপুরে ২১ জন ও অন্য জেলার আক্রান্ত ১৮ জন।