লকডাউনের সময় অকারণে ঘোরাঘুরি করলে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানার পুলিশ এবার কড়া মনোভাব দেখাচ্ছে। গত চব্বিশ ঘণ্টার পুলিশ সূত্রে পাওয়া একটি পরিসংখ্যানই পুলিশের কড়া মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে। লকডাউন ভাঙার কারণে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ।

জানা গেছে, লকডাউন ভাঙার কারণে গত চব্বিশ ঘণ্টায় দুর্গাপুর থানার পুলিশ ১৬ জনকে, নিউ টাউনশিপ থানার পুলিশ ৩ জনকে, পান্ডবেশ্বর থানার পুলিশ ২ জনকে এবং লাউদোহা থানার পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা কেউই লকডাউনের সময় বাড়ির বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে পারেন নি। ধৃতদের সকলকেই আজ সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে পুলিশ। করোনা মোকাবিলায় লকডাউনের প্রথম দিন থেকেই সকলকে বাড়িতে থাকার অনুরোধ করে আসছে পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ির বাইরে বের হতে মানা করছে পুলিশ। কিন্তু করোনা আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে পাড়ার মোড়ে অথবা মাঠে এখনও কিছু মানুষ নিয়মিত আড্ডা দিচ্ছে। অলিগলিতে তাস খেলা বা অকারণে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে চলেছে। শেষমেশ পুলিশ এই সব বেয়াড়া মানুষদের সোজা করতে কড়া মনোভাব দেখাতে বিশেষ অভিযান চালাচ্ছে শহর জুড়ে।

Like Us On Facebook