রবিবার দুর্গাপুরে একটি সভায় বিভিন্ন দল থেকে প্রায় সাড়ে তিনশো কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। এদিন ২৮নং ওয়ার্ডে একটি সভায় ওই কর্মীরা নতুন দলে যোগ দেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরের শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী। তাঁর দাবি, উন্নয়নে সামিল হতেই বিরোধী ওই কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছেন। এদিনের সভায় শিল্পাঞ্চল সভাপতি উত্তম মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীরা।
Like Us On Facebook