দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার জগন্নাথপুর গ্রামে রবিবার ৩০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। জগন্নাথপুর গ্রামে রবিবার তৃণমূল কংগ্রেসের এক পথসভায় কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

জানা গেছে, এক সময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন এই সব কর্মীরা। কিন্তু স্থানীয় নেতৃবৃন্দের উপর আস্থা হারিয়ে পরে বিজেপিতে যোগদান করেছিলেন তাঁরা। রবিবার তাঁরা ফের শাসকদলের পতাকার নীচে ফিরে এলেন। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখার্জী বলেন, ‘আমাদের এই দলীয় কর্মীরা একসময় তৃণমূল কংগ্রেসের কিছু নেতার অসহযোগিত ও দুর্ব্যবহারে বিজেপিতে চলে গিয়েছিলেন। দলের প্রতি ফের আস্থা ফিরতেই এরা তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন।’ দলত্যাগী এক কর্মী সুভাষ গোস্বামী বলেন, ‘একসময় তৃণমূল কংগ্রেসের কিছু নেতার প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সুজিত মুখার্জীর নেতৃত্বে আমরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলাম।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook