দুর্গাপুরের রেল স্টেশন সংলগ্ন এসবি মোড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিন দুষ্কৃতীকে পুলিশ পুরুলিয়া স্টেশন থেকে সোমবার ধরতে সক্ষম হল। জানা গেছে, তিন দুষ্কৃতীর নাম প্রদীপ সিং, দীপক কুমার ও আদিত‍্য নাগ। পুলিশ তিন জনের কাছে তল্লাশি চালিয়ে দুটি ৭.৬৫ এমএম কার্তুজ ভর্তি পিস্তল ও বেশকিছু সোনার গহনা উদ্ধার করেছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার গহনায় দুর্গাপুরের যে দোকানে ডাকাতি হয়েছে তার ট‍্যাগ লাগানো আছে। পুলিশ সূত্রে আরও খবর, ধৃত তিন জনই স্বীকার করেছে তারা দুর্গাপুরের এসবি মোড়ের সোনার দোকানে ডাকাতির সঙ্গে যুক্ত। বাকি দুই দুষ্কৃতীকে পুলিশ ধরতে জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে পুলিশ ৩৭৯,৪১১,৪১৩,২৫/২৭/৩৫ ধারায় মামলা রুজু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, রবিবার দিনেদুপুরে দুর্গাপুরের এসবি মোড়ে একটি সোনার দোকানে ডাকাতি হয়। পাঁচ দুষ্কৃতী দোকানে ক্রেতা সেজে ঢুকে সোনার দোকানের কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ছয় কোটি টাকার সোনা ও হীরের গহনা নিয়ে একটি সাদা বোলেরো গাড়িতে করে চম্পট দেয়। পুলিশ জেলাজুড়ে নাকাবন্দি করে দেওয়ায় দুষ্কৃতীরা আসানসোলের কাল্লায় গাড়ি ফেলে চম্পট দেয়। পুলিশ রাতভর সম্ভাব্য সমস্ত জায়গায় কড়া নজরদারি চালায়। সূত্রের খবর শেষমেশ পুরুলিয়া স্টেশনে উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা তিন দুষ্কৃতীকে পুলিশ ধরতে সক্ষম হয়।

ধৃত ৩ দুষ্কৃতী
guinea

Like Us On Facebook