দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ নিউ টাউনশিপ থানা এলাকায় পর পর দুই মন্দিরে চুরি ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টার কিনারা করতে নেমে তিন জন দুষ্কৃতীকে গ্রেফতার করল। বৃহস্পতিবার পুলিশ ধৃতদের দুর্গাপুর আদালতে তোলে।
গত সপ্তাহে দুর্গাপুরের অমরাবতীর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখায় চুরি করতে এসে মেন গেটের তালা ভেঙে চোরের দল ব্যাঙ্কের ভিতরে ভল্ট রুমের তালা ভাঙতে যায়। ব্যাঙ্কের বিপদ সংকেত বেজে ওঠায় চোরের দল চম্পট দেয়। অপরদিকে ১ জানুয়ারি রাতে নিউ টাউনশিপ এলাকার বিধানপল্লী ও সিডি এলাকায় পর পর দুই মন্দিরের চুরির ঘটনা ঘটে। মন্দিরের মাকালীর সমস্ত গহনা চুরি হয়ে যায়। মন্দিরের বাসনপত্রও চোরের দল নিয়ে চম্পট দেয়।
চোরের দল ব্যাঙ্ক থেকে চম্পট দেওয়ার সময় একটি ব্যাগ ও একটি রুমাল ফেলে যায়। পুলিশ ওই ফেলা যাওয়া ব্যাগ ও রুমালের সূত্র ধরেই অমরাবতীর আম্মা কলোনিতে পৌছায় বলে জানা গেছে। এরপর স্থানীয় এক সোর্সের সাহায্য নিয়ে ওই এলাকার সন্দেহভাজন দুষ্কৃতীদের কাছে পৌঁছায় বলে জানা গেছে। এরপর আম্মা কলোনির এক ব্যক্তিকে গতকাল আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই আটক ব্যক্তিকে ম্যারাথন জেরা করে আম্মা কলোনির বাসিন্দা আকাশ বাউরি (২১), অষ্টম বাউরি (২৩) ও বিষ্ণু ক্ষেত্রপালকে নিউ টাউনশিপ থানা এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গ্রেফতার করে। আরও জানা গেছে, পরপর চুরিগুলির মাস্টারমাইন্ড ছিল বিষ্ণু ক্ষেত্রপাল। তার বিরুদ্ধে ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত তিন জন ছাড়াও আরও কয়েকজন এই ঘটনায় জড়িত আছে। তাদের পুলিশ ধরতে জোর তল্লাশি শুরু করেছে। পুলিশ ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। দুর্গাপুরের ডিসিপি অভিষেক মোদী বলেন, ‘ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করে এই সব চুরির সঙ্গে যারা জড়িত তাদের ধরা হবে।’ তিনি আরও জানান, ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামগুলিও উদ্ধার করা হয়েছে।