.

বিপুল পরিমাণে মদ তৈরির সামগ্রী উদ্ধার করল মেমারি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ মেমারি ২ ব্লকের মন্ডলগ্রাম ও বড়পলাশন এলাকায় অভিযান চালায়। উদ্ধার করা হয় মদ তৈরি করার ২৫ প্যাকেট ট্যাবলেট, ৬২ প্যাকেট ইস্ট এবং ৬৮ টি টিন ভর্তি গুড় সহ অন্যান্য সামগ্রী। উদ্ধারকরা ওই দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃত ওই তিনজনের নাম বিপদবরণ নন্দী, রাম দাস ও পীযূষ রক্ষিত। অভিযুক্ত ৩ জনের বাড়ি মেমারি ২ ব্লকের মন্ডল গ্রাম এলাকায়।

Like Us On Facebook