১৮ জানুয়ারি শুরু হচ্ছে দুর্গাপুর বই মেলা। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুর পুরসভার পরিচালনায় দুর্গাপুর বই মেলা এবার দ্বিতীয় বছরে পা দেবে। বই মেলার প্রস্ততি দেখতে শুক্রবার দুর্গাপুর পুরসভা মেয়র দিলীপ অগস্তি সহ পুরসভার কর্মকর্তা এবং দুর্গাপুরের বিভিন্ন লেখক, সাহিত্যিক গান্ধী মোড়ে মেলা ময়দানে আসেন।
জানা গেছে, এবছরও দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা দুর্গাপুর বই মেলায় যোগাদান করছে। দুর্গাপুর বই মেলাকে ঘিরে দুর্গাপুরের বই প্রেমীদের মনে প্রত্যাশার পারদ চড়ছে। এবার বই মেলার উদ্ধোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক বাণী বসু এবং বিশিষ্ট সংবাদপাঠক ও বাচিক শিল্পী তরুণ চক্রবর্তী। তাছাড়াও মেলার আকর্ষণ বাড়াতে প্রতিদিন সন্ধ্যায় সঙ্গীতানুষ্ঠান, আলোচনা চক্র সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। জানা গেছে, সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র আসছেন এবারের বই মেলায় সঙ্গীত পরিবেশন করতে। এছাড়াও মেলায় প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা জানিয়েছেন।