.

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করে করসেবকরা। ৬ ডিসেম্বর স্মরণে শিল্পাঞ্চল দুর্গাপুরের পানাগড় জুড়ে বাম গণসংগঠনগুলি ও বিজেপি দল রাস্তায় নামল। ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে কালা দিবস পালন করল বাম গণসংগঠনগুলি পানাগড় বাজারে। অপরদিকে বাবরি মসজিদ ধ্বংসের সমর্থনে বিজেপি কর্মীরা এদিন বাবরি মসজিদ ধ্বংস মামলার উকিল কংগ্রেস নেতা কপিল সিব্বল এর কুশপুত্তলিকা দাহ করে পানাগড়ের রনডিহা মোড়ে। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বুধবার ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল বের করা হয়। এদিন দুর্গাপুরের পরাণগঞ্জ থেকে জেমুয়া পর্যন্ত বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বর্ষ পূর্তি উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দুর্গাপুরের ১৩টি বাম গণসংগঠনের কর্মীরা মহা মিছিল বের করে।

Like Us On Facebook