২১ জুলাই কলকাতা যাওয়ার প্রস্তুতি পর্বে ১৮ জুলাই দুর্গাপুরের বেনাচিতিতে তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব এক মহা মিছিলের ডাক দিয়েছে। ২১ জুলাই কলকাতার সভাকে কেন্দ্র করে তাই দুর্গাপুরের সৃজনীতে শুক্রবার এক সভার আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিনের এই সভায় বক্তব্য রাখেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি ভি শিবদাশন, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি সহ অনান্য তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ। সভায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Like Us On Facebook