আধার কার্ড ভর্তি ব্যাগ মিলল রাস্তার ধারের ড্রেন থেকে। রবিবার সকালে আধার কার্ড ভর্তি ব্যাগ উদ্ধার হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকার একটি নালা থেকে। ঘটনা জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরে জামালপুর থানার পুলিশ এসে প্রায় ২০০ আধার কার্ড সহ ব্যাগ উদ্ধার করে নিয়ে যায়। উল্লেখ্য, কয়েক মাস আগে পূর্ব বর্ধমানের শক্তিগড় বাজার ও মেমারির দেবীপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল ভিন রাজ্যের বাসিন্দাদের বেশ কয়েক হাজার আধার কার্ড।
পুলিশ সূত্রে জানা গেছে, নতুন গ্রামের তনুষ্কা রায় নামে একটি বাচ্ছা মেয়ে মেমারি-তারকেশ্বর রোডের ধারে ঝোপঝাড়ে কাঠ কুড়োতে যায়। তখনই ঝোপের পাশে নালায় সে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি কুড়িয়ে নিয়ে গ্রামের কয়েকজনকে দেখায় সে। গ্রামবাসিরা দেখেন ব্যাগে একটি জলের বোতল ও প্রায় দেড়-দুশো আধার কার্ড রয়েছে। কার্ড গুলি সবই জামালপুর এলাকার বাসিন্দাদের। এত সংখ্যক আধার কার্ড ভর্তি ব্যাগ ড্রেনে কিভাবে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জামালপুর থানার পুলিশ কর্তারা জানিয়েছেন।