গোপালপুর বামুনাড়া শিল্পতালুকে তখন সবে ভিড় জমতে শুরু করেছে। চায়ের দোকানে শ্রমিকেরা তখন গরম চায়ে চুমুক দিয়ে কারখানায় প্রবেশের পথে। আচমকাই এলাকায় শোরগোল পড়ে যায়। রাস্তার পাশে বস্তাবন্দী কিছু একটা পড়ে রয়েছে। প্রথমেই প্রায় সবার মনেই খারাপ ভাবনাই উঠে এল। তবে কি বস্তাবন্দী রয়েছে কোন মানুষের মৃতদেহ। এক্কেবারে জাতীয় সড়কের ধারে এই শিল্পতালুক, তাই রাতের বেলায় কেউ ফেলেও যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হল। পুলিশ এসে বস্তা খুলে চোখ কপালে উঠলো সবার। বেশ জুতসই করে বস্তাবন্দী করা হয়েছে ২টি মারা ছাগল। এটা ছাগল চোরদের কাজ হতে পারে বলে মনে করা হচ্ছে। ছাগল চুরি করে বস্তাবন্দী অবস্থায় নিয়ে যাওয়ার সময় ছাগল মরে যেতেই ফেলে দিয়ে যেতে পারে চোরেরা।
Like Us On Facebook