দুর্গাপুরে আদি বনাম নব্য বিজেপি প্রার্থীদের লড়াই কি এবার বিধানসভা নির্বাচনে দেখা যাবে? বিজেপির বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে বিজেপির গোঁজ প্রার্থীরা। দুর্গাপুরে বিজেপির দুই মহিলা কর্মী মনোনয়ন তুলেছেন বলে জানা গেছে। দুর্গাপুর পূর্ব ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে ওই দুই মহিলা বিজেপি কর্মী এবার নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন।
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিপ্তাংশু চৌধুরী সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পেয়েছেন। তাঁকে প্রার্থী হিসেবে অপছন্দ দুর্গাপুর পূর্ব বিধান সভা কেন্দ্রের কিছু দলীয় কর্মীর। তাই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আদি বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দিপ্তাংশু চৌধুরীর বিরুদ্ধে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই কেন্দ্রের জন্য মনোনয়ন তুলেছেন শম্পা সেন। তিনি বিজেপির দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একজন আদি বিজেপি কর্মী পিন্টু সেনের মেয়ে। বাড়ি দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন নাগার্জুনে। দলের প্রবীণ কর্মী পিন্টু সেন একজন টোটো চালক। তাঁর মেয়ে শম্পা সেন একজন লড়াকু নেত্রী।
অপরদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘড়ুই। তাঁর বিরুদ্ধে এক গুচ্ছ দুর্নীতির অভিযোগ এনেছেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী চন্দ্রমল্লিকা গোস্বামী। চন্দ্রমল্লিকা গোস্বামী একজন লড়াকু আদি বিজেপি কর্মী। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের একসময়ের ছায়া সঙ্গী ছিলেন এই চন্দ্রমল্লিকা গোস্বামী। পরবর্তী সময়ে বিভিন্ন কারণে মতানৈক্য হওয়ার ফলে দু’জনের মধ্যে দুরত্ব তৈরি হয়। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য তিনি নির্দল হিসাবে মনোনয়ন তুলেছেন বলে জানা গেছে।
দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির এই দুই গোঁজ প্রার্থী বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে দাঁড়াই নি। আমরা আদি বিজেপি কর্মী। দলের নেতা-কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে আমাদের এই সিদ্ধান্ত। দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপির দুই প্রার্থী লক্ষণ ঘড়ুই এবং দিপ্তাংশু চৌধুরী আদি বিজেপি কর্মীদের অপছন্দের প্রার্থী। তাই আমরা দলীয় কর্মীদের ভোট যাতে অন্য দলের পক্ষে না চলে যায়, তাই ভোট ধরে রাখতে দাঁড়াচ্ছি।’ বিজেপির এই দুই গোঁজ প্রার্থী সোমবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন। শাসকদল তৃণমূল কংগ্রেস, সংযুক্ত মোর্চার প্রার্থী না বিজেপি প্রার্থী কারা আপনাদের প্রচারের নিশানা হবে এই প্রশ্ন করলে বিজেপির গোঁজ প্রার্থরা বলেন, ‘ভোট ময়দানে যখন নেমেছি, তখন সব প্রার্থীরা আমাদের প্রতিদ্বন্দ্বী। তাই জয়ের লক্ষ্যে আমাদের লড়াই হবে এবং জয় হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ দলকে তা সমর্পণ করবো আমরা।’