.

দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে ইসিএলের মাধাইপুর খোলামুখ খনির চুরির ঘটনায় সতেরো জন অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার দুর্গাপুর আদালতে তুলল। জানা গেছে, চলতি মাসে লাউদোহার মাধাইপুর খোলামুখ খনিতে চুরির ঘটনা ঘটে। খনির যন্ত্রাংশ, বিদ্যুত বাহী তার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিষপত্র চুরি হয়ে যায়। পুলিশ এই সব দুষ্কৃতীদের এতদিন খুঁজছিল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে সতেরো জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ফরিদপুর থানার পুলিশ।

Like Us On Facebook