দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির(এনআইটি) গবেষকদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধির জন্য উৎকর্ষ ভবন নির্মাণে কেন্দ্র ৯৭ কোটি টাকা মঞ্জুর করেছে। রবিবার দুর্গাপুরের এনআইটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন এনআইটির ডিরেক্টর অনুপম বসু। অনুপম বসু এদিন বলেন, ‘উৎকর্ষ ভবনে বায়োমেডিক্যাল, পরিবেশ, জল সহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য গবেষণাগার থাকছে। এছাড়াও স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের গবেষণায় উৎসাহ দিতে এনআইটি একটি বিজ্ঞান প্রদর্শনীশালা তৈরি করছে।’

এনআইটির সমাবর্তন অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ও উচ্চ শিক্ষা দফতরের সচিব আর সুব্রহ্মণ্যম ও টিসিএসের ভাইস প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার কে অন্ততকৃষ্ণন। এদিন সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন ও উচ্চ শিক্ষা মন্ত্রকের সচিব আর সুব্রহ্মণ্যম তাঁর বক্তব্যে বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও স্মরণ করিয়ে দেন। টিসিএসের ভাইস প্রেসিডেন্ট কে অনন্তকৃষ্ণন বিভিন্ন পেশায় যাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের স্ব-উদ্যোগী হওয়ারও আহ্বান জানান। এদিন এনআইটির সফল ছাত্র-ছাত্রী ও গবেষকদের শংসাপত্র দেওয়া হয়।



Like Us On Facebook