.

দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় তিন ব্যক্তি সহ ১৪ টি মোবাইল উদ্ধার করল। তারমধ্যে একটি দামি ট্যাবও রয়েছে বলে দাবি পুলিশের। ধৃত তিন জনই দুর্গাপুরের বাসিন্দা। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বেনাচিতির নতুন পল্লীর আই ব্লক থেকে সুবোধ সাউ ওরফে কালু এবং ফরিদপুর গ্রামের বাদ্যকর পাড়া থেকে বুড়ো বাদ্যকর ও প্রান্তিকা নিশাটহাটের স্বপ্ননীল কলোনি থেকে বিকাশ মল্লিককে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ১৪টি মোবাইল উদ্ধার করা হয়’। পুলিশ তিন জনকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল চুরি চক্রের মাথাদের ধরার চেষ্টা করছে বলে জানা গেছে।

Like Us On Facebook