দুর্গাপুরের ন‍্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ১৩তম সমাবর্তন অনুষ্ঠান হল সোমবার। অনুষ্ঠানের শুভসূচনা করেন ভারত সরকারের মুখ‍্য বৈজ্ঞানিক উপদেষ্টা ড. রাজাগোপাল চিদম্বরম। এদিন এনআইটি’র ২৯৯ জন ছাত্র-ছাত্রীকে এমটেক, ৮১২ জনকে বিটেক, ২৭ জনকে এমবিএ, ৬৩ জনকে এমসিএ, ২৯ জনকে এমএসসি ও ৫৭ পিএইচডি প্রাপ্তকে শংসাপত্র তুলে দেন।






Like Us On Facebook