তৃণমূল নেত্রী দলের দরজা খোলা রাখলে একে একে তৃণমূলের সব নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিয়ে দিলে তৃণমূলের ঘরই শূন্য হয়ে যাবে। সম্প্রতি তৃণমূলের দলীয় কোর কমিটির মিটিং-এ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা নেতাদের কড়া বার্তা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একথা বলেন। রবিবার দুর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।
দিলীপবাবুকে মুকুল রায় ও সিপিএম সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে বিজেপি সভাপতি সুকৌশলে প্রশ্ন এড়িয়ে বলেন এলে আসবে। আবার দৃঢ় ভাবে ফের বলেন দুর্নীতিগ্রস্থদের বিজেপিতে জায়গা নেই। তৃণমূল নেত্রীও এলে বিজেপিতে কোন জায়গায় হবে না। দুর্নীতিগ্রস্থ লক্ষণ শেঠকে বিজেপিতে নেওয়া প্রসঙ্গে দিলীপবাবু বলেন সিবিআই ক্লিন চিট দেওয়ার পরই লক্ষণবাবুর বিজেপিতে জায়গা হয়েছে। এদিন বিজেপি কর্মীরা দুর্গাপুরের বিভিন্ন এলাকা থেকে বাইক মিছিল বের করে। দুর্গাপুর পৌর নির্বাচনে বিজেপি ১৫% ভোট ধরে রাখতে পেরে দ্বিতীয় স্থানে রয়েছে বলে দাবি করে দিলীপ ঘোষ বলেন ২০১৯-এ বিজেপি বিজয় রথের যাত্রা পথ কলকাতা থেকে দিল্লি পৌঁছাবে। এদিন স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রচুর জনসমাগম হয়।