দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি(এনআইটি)-র দ্বাদশ সমার্বতন অনুষ্ঠান হল বৃহস্পতিবার। সফল ছাত্র-ছাত্রীদের এদিন দুর্গাপুর এনআইটি’র পক্ষ থেকে ডিগ্রী, শংসাপত্র, মেডেল তুলে দেওয়া হয়। এনআইটি’র চেয়ারম্যান অমলেন্দু ভূষণ ভট্টাচার্য্য ও প্রধান অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায় এদিন ছাত্র-ছাত্রীদের কাছে বক্তব্য রাখেন। সমার্বতন অনুষ্ঠানকে ঘিরে এদিন এনআইটি শিক্ষাঙ্গন এক মিলনোৎসবে পরিণত হয়।
Like Us On Facebook