কলকাতা মেডিক্যাল কলেজে শিশুচুরির পর এবার শিশু বদলের অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুস্থ শিশু পুত্রের পরিবর্তে মৃত শিশু পুত্র দেওয়ার অভিযোগ প্রসূতির পরিবারের। গত ৮ মার্চ বর্ধমানের মাধবডিহি থানার লোহাই গ্রামের গৃহবধু মধুমিতা খাঁ প্রসববেদনা নিয়ে ভর্তি হন বর্ধমান হাসপাতালের প্রসূতি বিভাগে। মধুমিতা এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু সদ্যোজাত শিশু পুত্রের শারীরিক সমস্যার কারণে তাকে প্রথমে শিশু বিভাগের এসএনসিইউতে ও পরে এনআইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার পরিবারের হাতে হাসপাতালের নার্সরা মৃত শিশু পুত্র দিতে গেলে মধুমিতার পরিবার নিতে অস্বীকার করেন। পরিবারের পক্ষ থেকে বলা হয় তাদের শিশু পুত্রের ঠোঁটের উপরে একটি কালো দাগ ছিল। কিন্তু এই মৃত শিশু পুত্রের সেই কালো দাগ নেই। শেষমেষ মধুমিতার পরিবার হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহার কাছে অভিযোগ দায়ের করেন। ডেপুটি সুপার জানান গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার সদস্যরা হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁরা ওয়ার্ড মাষ্টারের রুমে তালা দিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এসে আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
Like Us On Facebook