আসানসোলের জামুড়িয়া হাটতলায় ভয়াবহ আগুনে ভস্মীভূত ১০টি দোকান। দমকলের দু’টি ইঞ্জিন এসে প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে জামুড়িয়া হাটতলার বাজারে প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। জামা-কাপড়, দর্জি ও জুতোর দোকান সহ ১০টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দমকলে খবর দিলে প্রায় দেড় ঘন্টা পর দমকল এসে পৌঁছয়। দমকল আসার আগেই ১০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের দু’টি ইঞ্জিন দু’ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। যদিও তার আগেই ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা।
Like Us On Facebook