বালি পাচার রুখতে গিয়ে বালি পাচারকারীদের হাতে বেধড়ক মার খেলেন কাঁকসার বিএলআরও সহ কয়েকজন আধিকারিক। কাঁকসার বনকাঠির সাতকাহনিয়া গ্রামে ঘটনাটি ঘটে বুধবার সকালে।
জানা গেছে, অজয় নদী থেকে বালি পাচার হচ্ছে খবর পেয়ে কাঁকসার বিএলআরও সিদ্ধার্থ মজুমদারের নেতৃত্বে কাঁকসার বিএলআরও দপ্তরের কয়েকজন আধিকারিক তড়িঘড়ি ছুটে যান সাতকাহনিয়া গ্রামে। বালি বোঝাই ট্রাক আটক করতেই বালি পাচারকারীরা একজোট হয়ে প্রশাসনিক আধিকারিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। লাঠি, লোহার রড, বেলচা সহ বিভিন্ন জিনিস নিয়ে মারধর শুরু করে বিএলআরও সহ কাঁকসার বিএলআরও দপ্তরের আধিকারিকদের। এবং প্রশাসনিক আধিকারিকদের গাড়িটিও আগুন ধরিয়ে দিতে উদ্যত হয় বালি পাচারকারীরা বলে জানা গেছে। প্রাণ ভয়ে পালিয়ে বাঁচেন প্রশাসনিক আধিকারিকরা। কোন রকমে প্রশাসনিক আধিকারিকরা দৌড়ে গিয়ে কাঁকসার বনকাঠি পঞ্চায়েত অফিসে ঢুকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রশাসনিক আধিকারিকদের উদ্ধার করে। এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে।
এর আগে অজয়ের বালি পাচার রুখতে গিয়ে স্থানীয় বিডিও অরবিন্দ বিশ্বাসকেও হুমকি দেয় বালি মাফিয়ারা। এরপর বুধবার স্থানীয় বিএলআরও সহ কয়েকজন আধিকারিককে বালি পাচার রুখতে বালি পাচারকারীরা একজোট হয়ে মারধর করায় প্রশাসনিক আধিকারিকরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সূত্রের খবর।