দুর্গাপুরের বিভিন্ন ব্যবসায়ী সংস্থা, দোকান বা হোটেলের নোংরা আবর্জনা ফেলার জন্য মাত্রারিক্ত ফি বৃদ্ধি, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি সহ একগুচ্ছ ইস্যু নিয়ে বণিক সভার সদস্যরা দুর্গাপুর পুরসভার উপর ক্ষুব্ধ বলে জানা গেছে। বণিক সভার বেশির ভাগ সদস্যই প্রকাশ্যে না বললেও দুর্গাপুর বণিক সভার বর্তমান কার্যকরী কমিটির উপর এই সব ইস্যু নিয়ে সোচ্চার।

মঙ্গলবার দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্তের নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তীর সঙ্গে দেখা করে ট্রেড লাইসেন্স ফি ও জঞ্জাল ফেলার ফি বৃদ্ধি না করার অনুরোধ করেন বলে সূত্রের খবর। যদিও দুর্গাপুর বণিক সভার সভাপতি কবি দত্ত মেয়রের সঙ্গে আলোচনার বিষয়ে কিছু বলতে চান নি। কবি দত্ত বলেন, বণিক সভার বিভিন্ন ইস্যু নিয়ে আজ একটা পজিটিভ আলোচনা হল।

Like Us On Facebook