বন দপ্তরের প্রয়োজনীয় অনুমতি পত্র না নিয়ে যথেচ্ছ গাছ কাটায় দুর্গাপুর স্টিল টাউনশিপ সেপকো কমিটির বিরুদ্ধে দুর্গাপুর বন দপ্তর আইনানুগ ব্যবস্থা নেবার নোটিশ জারি করল মঙ্গলবার। সেপকো টাউনশিপ বর্ষায় প্লাবিত হওয়ার আশঙ্কায় নিকাশি নালা পরিষ্কারের নামে নালার পাশের গাছ যথেচ্ছভাবে বন দপ্তরের বিনা অনুমতিতে কাটায় মঙ্গলবার দুর্গাপুরের বনপাল মিলন কুমার মন্ডল ক্ষুদ্ধ হয়ে নালা সংস্কারের কাজ বন্ধ করে তদন্তের নির্দেশ দেন। বনপাল সেপকো টাউনশিপ কমিটির কাছে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চান। কিন্ত সেপকো কমিটির কর্তারা তা দেখাতে না পারায় মঙ্গলবারই বনপাল মিলন কুমার মন্ডল জরিমানা দেবার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের নোটিশ জারি করেন। বন দপ্তর সূত্রে খবর, জরিমানা না দিলে কমিটির বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা নেবে বন দপ্তর। দুর্গাপুর বন দপ্তরের মুখ্য বনপাল মিলন কুমার মন্ডল বর্ধমান ডট কমকে বলেন, ‘বন দপ্তরের বিনা অনুমতিতে স্টিল টাউনশিপ সেপকো কমিটির বিরুদ্ধে মঙ্গলবারই আইনানুগ ব্যবস্থা গ্রহনের নোটিশ জারি হয়েছে। কমিটিকে এই জন্য বন দপ্তরের বিধান অনুযায়ী জরিমানা দিতে হবে। না দিলে আইন অনুসারে জেল ও জরিমানা দুই হতে পারে আইনভঙ্গকারীদের।’

Like Us On Facebook