.

বাড়ি ভিন রাজ্যে। রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গিয়েছে লকডাউনে। তাই খোলা আকাশের নীচে প্রতিবন্ধী ভাইকে সঙ্গে নিয়ে পানাগড় বাজারের অলি গলিতে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করছেন মধ্যপ্রদেশের এক যুবক। নাম মুন্নাভাই। পানাগড়ে সকাল থেকে সন্ধ্যা প্রতিবন্ধী ভাইকে সঙ্গে নিয়ে বেলুন বিক্রি করছে এই যুবক। পরিবারের জন্য অন্নের জোগাড় করে বেড়াচ্ছেন মধ্যপ্রদেশের বাসিন্দা বছর ২৫-এর মুন্নাভাই। ওই যুবক জানান, লকডাউনের জন্য নিজের রাজ্যে কোন কাজ নেই। প্রায় অনাহারেই দিন কাটাতে হচ্ছিল বলে জানান ওই যুবক। এক ব্যক্তির সাহায্য নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে ভিন রাজ্যে পারি দিয়ে বর্তমানে পরিবার নিয়ে পানাগড়েই রয়েছেন গত প্রায় ১ মাস ধরে। তবে অন্যান্য জায়গার থেকে পানাগড়ে তার যা রোজগার হোচ্ছে তাতে কোনো মতে তাঁদের দিন কাটছে বলে জানান ওই যুবক।

Like Us On Facebook