পিকনিক করতে গিয়ে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো মেমারিতে। হুগলির বৈঁচিতে ডিভিসির ক্যানেলের জল থেকে উদ্ধার হল দেহ। পরিকল্পিত খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃতের নাম সৌরভ অধিকারী (১৯)। বাড়ি মেমারির কোলে মল্লিকাপুরগ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সৌরভ চার বন্ধুর সঙ্গে পিকনিক করতে মেমারি থানার অন্তর্গত নুদিপুর লক গেটের কাছে যায়। পিকনিক করে সবাই বাড়ি ফিরলেও সৌরভ বাড়ি না ফেরার কারণে সৌরভের পরিবারের লোক তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রথমে না বললেও পরে জানায় যে সৌরভ ডিভিসির জলে তলিয়ে গেছে। পরিবার পক্ষ থেকে মেমারি থানায় জানালে পুলিশ রাতে খোঁজাখুঁজি করে হদিশ না পেয়ে সিভিল ডিফেন্সকে খবর দেয়। সিভিল ডিফেন্সের ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করার সময় খবর আসে পান্ডুয়া থানার অন্তর্গত বৈঁচি লকগেটে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসছে। পান্ডুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিবার দেহটি শনাক্ত করে। মৃতের পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে। যদিও খবর সংগ্রহ করা পর্যন্ত্য মেমারি থানায় কোনো অভিযোগ দায়ের হয় নি।