রেলের ইন্সপেকশন ভেহিক্যালের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বর্ধমান-হাওড়া মেইন লাইনের দেবীপুর স্টেশনে। মৃত যুবকের নাম আমিরুল হক (৩২)। বাড়ি মেমারির জুঝারপুর এলাকায়।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে রেলের গেট বন্ধ থাকা সত্বেও আমিরুল হক স্কুটি নিয়ে লাইন পারাপার করছিলেন। কিন্তু হঠাৎই স্কুটির চাকা রেল লাইনে আটকে যায়। সেই সময় রেলের একটি ইন্সপেকশন ভেহিক্যাল দ্রুত গতিতে ওই লাইনে চলে আসে এবং আমিরুল হকের স্কুটিতে সজোরে ধাক্কা মারে। স্কুটি নিয়ে তিনি ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook