রাজ্যে ইউনিট প্রতি বিদ্যুতের মূল্যবৃদ্ধি, জেলায় মাসে মাসে গ্রাহকদের বিদ্যুতের বিল দেওয়া সহ একগুচ্ছ দাবিতে পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি প্রদান কর হল। উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য অভিজিৎ ভট্টাচার্য, সংগঠনের রাজ্য সভাপতি শাদাব খান, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার, সম্পাদক সঞ্জয় খান প্রমুখ।
পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার বলেন, ‘দেশের অনেক রাজ্যে বিদ্যুতের দামের তুলনায় এই রাজ্যে বিদ্যুতের দাম অনেক বেশি। যেখানে কংগ্রেস শাসিত রাজস্থানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ২০ পয়সা, সেখানে এই রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ২৩ পয়সা। এছাড়াও কলকাতার মতোই জেলাতেও প্রত্যেক মাসে গ্রাহকদের বিল দেওয়া। কৃষকদের সল্পমূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং বিনা পয়সায় ডিপ টিউবওয়েল ও সাব-মার্সিবলের সংযোগের ব্যবস্থা করা সহ ৮ দফা দাবি নিয়ে আজ আমরা বিদ্যুৎ দফতরে স্মারকলিপি দিয়েছি।’