গোটা দেশ তথা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও বিভিন্ন জায়গায় মঙ্গলবার মহাসমারোহে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিবস। এই উপলক্ষে এদিন সন্ধ্যায় বর্ধমান রেল স্টেশন চত্বরে গরিব, দুঃস্থদের খাওয়ানোর আয়োজন করে জেলা বিজেপির সদর যুব মোর্চা। উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ এসএস আলুওয়ালিয়া, জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার নেতা শ্যামল রায় সহ অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
শ্যামল রায় জানান, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এখন সেবা সপ্তাহ চলছে। এরই মাঝে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনকে সামনে রেখে এদিন অন্নকূটের আয়োজন করা হয়। প্রায় ৭০০ মানুষকে এদিন খাওয়ানো হয়েছে। উল্লেখ্য, এদিন জনগণের প্রতি দলের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিতে উপস্থিত সকল নেতৃবৃন্দকে সাংসদ বিশেষ শপথ বাক্য পাঠ করান। অন্নকূট অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষের সমাগম হয় স্টেশন এলাকায়।