কাঁকসার শেখ পাড়ায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হল মৃতের স্ত্রী ও শাশুড়ি। বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী হাসনা বানু বিবি ও শাশুড়ি আজেমা বিবিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। মৃতের ভাইয়ের অভিযোগ, বছর খানেক আগে তাঁর দাদা শেখ জাহিরের(২৬) বিয়ে হয়। পাড়ারই বাসিন্দা হাসনা বানুর সাথে। বিয়ের পর থেকেই দাদার উপর মানসিক অত্যাচার চালাতো তাঁর স্ত্রী ও শাশুড়ি। পেশায় গাড়ি চালক শেখ জাহির স্ত্রী ও শাশুড়ির শখ মেটাতে হিমশিম খেতেন। মূল্যবান সামগ্রী থেকে নগদ টাকা কোন কিছুই বাদ পড়তো না শাশুড়ি ও স্ত্রীর আবদারে। দিতে না পারলেই তাঁর উপর অত্যাচার বেড়ে চলতো।

অবশেষে বুধবার সকালে পাড়ার ভাড়া বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই মৃতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে দুর্গাপর মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

Like Us On Facebook