পুনে থেকে কলকাতা হয়ে শনিবার সকালে এক যুবক পানাগড় স্টেশনে নেমে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় মানুষ অসুস্থ ওই যুবককে অ্যাম্বুলেন্স করে পানাগড় উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অসুস্থ যুবকের প্রাথমিক চিকিৎসার পর প্রশাসনিক উদ্যোগে তাঁকে পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে ওই যুবক পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
স্থানীয় মানুষ জানান, ওই যুবক পানাগড়ের বাসিন্দা। কর্মসূত্রে পুনেতে থাকেন। শনিবার সকালে ট্রেনে পানাগড় স্টেশনে নেমে ওই যুবক অসুস্থ বোধ করেন। সঙ্গে হাঁচি-কাশি হলে স্থানীয় মানুষ ওই যুবককে মুখ ঢেকে রাখতে বলে পানাগড় স্টেশনের রেলের হাসপাতালে নিয়ে যান। স্থানীয় মানুষের অভিযোগ, পানাগড়ের রেল হাসপাতালের কর্মীরা অসুস্থ ওই যুবককে চিকিৎসা না করে উল্টে চলে যেতে বলেন। রেল হাসপাতালের কর্মীদের এই অমানবিকতায় স্থানীয়রা প্রতিবাদে সরব হন বলে জানা গেছে। এরপরে ওই যুবককে নিয়ে পানাগড় উপস্বাস্থ্য কেন্দ্রে ও পরে পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে বলে জানা গেছে।