সোমবার সিআইএসএফ-এর ডিএসপি ইউনিট ও ডিএসপি’র যৌথ উদ্যোগে স্টিল সেক্টরের সুরক্ষা নিয়ে দুর্গাপুরে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি’র সিইও এ কে রথ, সিআইএসএফ-এর নর্থ-ইস্টার্ন সেক্টরের আইজি এ এন মহাপাত্র প্রমুখ। এ কে রথ তাঁর বক্তব্যে স্টিল প্ল্যান্টের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে তথ্য প্রযুক্তির ব্যবহারের পক্ষে সওয়াল করেন। তিনি শিল্প নিরাপত্তায় সিআইএসএফ-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই কর্মশালায় সিআইএসএফ-এর বিভিন্ন ইউনিট, সেল-এর বিভিন্ন প্ল্যান্ট সহ অন্যান্য নিরাপত্তা সংস্থার ২৯ জন আধিকারিক অংশ নেন। অংশগ্রহণকারীরা বর্তমান সময়ে স্টিল সেক্টরের সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে সুরক্ষা সম্বন্ধীয় বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধানের পরিকল্পনা নিয়েও এদিন আলোচনা হয়।