বেআইনিভাবে বালিবোঝাই ও বালি পাচারের অভিযোগে অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়ক থেকে ১২টি বালি বোঝাই লরি আটক করলো। পাশাপাশি ১২ জন লরি চালককে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃত চালকদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।

গত কয়েকদিন ধরে লাগাতার বালি পাচারের বিরুদ্ধ অভিযান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। রবিবার রাতে ফের কাঁকসা থানার পুলিশ ১২টি লরি আটক করে। লরিগুলি বেআইনি ভাবে বলি পাচার করছিল বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, এদিন ৪ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ ধৃতরা বেআইনি ভাবে কাঁকসার ডাঙাল এলাকায় বালি মজুত করেছিল বলে অভিযোগ। কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক এই বিষয়ে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানালে কাঁকসা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

Like Us On Facebook