আসানসোলের কুলটি অঞ্চলে ইসিএলের সোদপুর এরিয়ার বেজডিহি খনির ম্যানেজার মনোজ কুমার মিশ্রাকে সোমবার খনি শ্রমিকরা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন৷ বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃত্বে ইসিএলের বিএমপি গ্রুপের বেজডিহি খনিতে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
খনি শ্রমিকদের দাবি, কোলিয়ারির ম্যানেজার নিজের পছন্দের তালিকায় থাকা শ্রমিকদের ওভার টাইম ডিউটি ও রবিবার ছুটির দিনে ডিউটি ধার্য করছে৷ পুজোর আগে এর ফলে অন্য খনি শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে৷ পাশাপাশি সোদপুর এরিয়ার ইসিএলের আবাসনগুলি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি৷ এমনকি এলাকায় পানীয় জলের সমস্যা সহ বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা রয়েছে৷ এই সব সমস্যার সমাধানের প্রত্যাশায় তারা বিক্ষোভে শামিল হন৷ বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোন সমাধান সূত্র মেলেনি। শ্রমিকরা বলেন, ‘কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে আন্দোলন চলবে।’