.
স্বামীর মারে মাথা ফাটলো স্ত্রীর। ঘটনাটি ঘটেছে সোমবার কাঁকসার বাউরি পাড়ায়। কাঁকসায় দানবাবা মেলা দেখতে বাপের বাড়ি আসেন চম্পা বাউরি। অভিযোগ, বাপের বাড়িতে তাঁর স্বামী এসে তাঁকে মারধর করে। একই অভিযোগ নির্যাতিতার বাপের বাড়ির সদস্যদেরও। চম্পা বাউরির মা বিশাখা বাউরির অভিযোগ ২০১৭ সালে তাঁর মেয়ের বিয়ে দেওয়া হয় কাঁকসার শ্রীলামপুরের বাসিন্দা বিষ্ণু বাড়ির সঙ্গে। বিয়ের সময় নগদ টাকা ও জিনিসপত্র দেওয়া হলেও মাঝে মধ্যেই টাকা পয়সার জন্য তাঁর মেয়েকে মারধর করা হয়। রবিবার তাঁর মেয়েকে মারধর করা হলে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁর মেয়েকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সোমবার কাঁকসা থানায় এসে প্রশাসনের দ্বারস্থ হন তাঁরা।
Like Us On Facebook