পুর ভোটের ফল ঘোষণার পরপরই বিরোধী শূন্য দুর্গাপুর পুরসভার মেয়র নির্বাচন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে দুর্গাপুর শহর জুড়ে। মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা না করেই এবার পুরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এবার পুরনির্বাচনে প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী প্রার্থী না হওয়ায় মেয়র হওয়ার দৌড়ে বেশ কিছু নতুন নাম হাওয়ায় উড়ছে। তার মধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব করিতকর্মা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্নদেরই প্রধান্য দিচ্ছে বলে তৃণমূলের অন্দর মহলের সূত্রে খবর। তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্ম চায় যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা ইয়ং ও ডায়নামিক মুখ। তৃণমূলের মহিলা কর্মীরা চায় দুর্গাপুরের নতুন মেয়র হন একজন মহিলা যার কাছে সাধারণ মানুষ খুব সহজেই তাদের অসুবিধাগুলি তুলে ধরতে পারবেন। আবার অনেকে মেয়র পদে অভিজ্ঞতা সম্পন্ন একজন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতাকে বসাতে চায়।
ভোটের ফল ঘোষণার পরই মেয়র ও মেয়র পারিষদে ঠাঁই পেতে বিজয়ীদের অনেকেই তদ্বির শুরু করে দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। যদিও এবার দল দুর্গাপুরকে নতুন করে সাজাতে আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সতর্ক পদক্ষেপে পুরবোর্ড গঠন করতে চায় বলে জানা গেছে। এক্ষেত্রে দল কোন ভাবেই পদের জন্য লবিবাজি বরদাস্ত করবে না বলে জানা গেছে। এই মুহূর্তে জনসংযোগ-এর দিক থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে সর্বজনগ্রাহ্য রয়েছেন যারা সেই তিন জন হলেন প্রাক্তন মেয়রের স্ত্রী তথা ২২ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী অনিন্দিতা মুখার্জী। ১১ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী প্রাক্তন আমলা দিলীপ আগস্তী ও দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ৭নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী পবিত্র চট্টোপাধ্যায়। তাছাড়া তর্ক বিতর্কের মধ্যে আরো বিভিন্ন জনের নামও শোনা যাচ্ছে। তবে যত বিতর্কই থাক পুরানো কর্মীদের অনেকেই আবার দলনেত্রীর স্নেহভাজন স্বচ্ছ ভাবমূর্তির ভাবগম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন অপূর্ব মুখার্জীকেই ফিরিয়ে আনতে চান মেয়র করে।