মঙ্গলবার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের দুই সদস্যের টিম রানিগঞ্জে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কয়লা খনি ও জেটি পরিদর্শন করেন। এদিন রানিগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতের নারায়ণকুড়িতে দ্বারকানাথ ঠাকুরের ব্যবস্যা কেন্দ্র ‘কার অ্যান্ড টেগোর’ নামক ভারতের প্রথম কয়লা খনি পরিদর্শন করেন হেরিটেজ কমিশনের দুই আধিকারিক উদয় পাঁজা ও বাসুদেব মালি। এই ঐতিহাসিক স্থানের সংরক্ষণে উদ্যোগী মথুরাচণ্ডী কমিটির সদস্যরা ব্রিটিশদের সঙ্গে যৌথভাবে তৈরি দ্বারকানাথ ঠাকুরের কয়লা খনি ও জেটি সহ অন্যান্য স্থানের ভগ্নাবশেষ ঘুরে দেখান হেরিটেজ কমিশনের আধিকারিকদের এবং এই স্থানকে হেরিটেজ রূপে ঘোষণা করার দাবি জানান। এই স্থান পরিদর্শন করে আধিকারিক বাসুদেব মালি বলেন, ভারতের প্রথম কয়লা ব্যবসায়ী প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের কয়লা খনি এবং কয়লা পরিবহনের জন্য জেটি সহ অন্যান্য স্থান পরিদর্শন করলাম। এবিষয়ে আমরা আমাদের রিপোর্ট পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনকে জমা দেব।