নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। ঝাড়খণ্ডেও টানা বৃষ্টির জেরে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়ার ফলে দামোদর ব্যারেজেও জলের চাপ বাড়তে থাকায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে এদিন ২১,৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে৷ পাঞ্চেত থেকে ৯০০০ কিউসেক এবং মাইথন থেকে ৬০০০ কিউসেক অর্থাৎ মোট পনেরো হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুটো ড্যাম থেকে। তবে এই পরিমাণ জল ছাড়ার ফলে দামোদর সংলগ্ন নীচু এলাকায় এখনই ক্ষয়ক্ষতির কোন সম্ভাবনা নেই বলে জানা গেছে সেচ দফতরের আধিকারিক সূত্রে।
Like Us On Facebook