.

বুধবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টিতেই জল জমল কাঁকসার সিলামপুরের রাস্তায়। রাস্তায় জল জমে যাওয়ায় যানবাহন নিয়ে যাতায়াতে অসুবিধায় পড়েন স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষজনের অভিযোগ, রাস্তা সংস্কার হলেও নিকাশি নালা তৈরি না হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমছে। কাঁকসা ব্লকের তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, ‘বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। নিকাশি নালা না থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।’

Like Us On Facebook