প্রবল বৃষ্টির জেরে ভাসল পাণ্ডবেশ্বরের স্টেশন সংলগ্ন রাস্তা। শনিবার সকাল থেকেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে খনি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। আর এই বৃষ্টির জেরেই পাণ্ডবেশ্বরের রেল স্টেশন সংলগ্ন রাস্তায় জল জমে গেল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই পাণ্ডবেশ্বরের রেলস্টেশন সংলগ্ন রাস্তাটি জলে ডুবে যায়, সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনের নজরে আনা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
Like Us On Facebook