গত কয়েকদিনের ভারী বৃষ্টিতেই জল জমেছে কাঁকসার হাজরা বেড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে। স্থানীয় বাসিন্দা খোকন বাউরি জানিয়েছেন, প্রতি বছরই বর্ষার সময় জলমগ্ন হয়ে থাকে গোটা স্কুল চত্বর আর বৃষ্টির জমা জলের উপর দিয়েই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করেন এবং বিদ্যালয় জলমগ্ন থাকার কারণে পঠন-পাঠনও প্রায় বন্ধ হয়ে পড়ে বর্ষার সময়। তবে এখন করোনার জেরে স্কুল বন্ধ থাকলেও প্রতিমাসে স্কুল থেকে মিডডে মিলের খাবার দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের। স্কুল প্রাঙ্গণে জল জমে থাকার ফলে জলের ওপর দিয়েই যেতে হয় স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এবং অভিবাবকদের।

গত ৭ বছর ধরে প্রতি বর্ষাতেই বিদ্যালয়টি জলমগ্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা। অল্প বৃষ্টি হলেই গোটা স্কুল চত্বর জলে ডুবে যায়। যেদিন থেকে পানাগড় বাইপাস শুরু হয়েছে সেদিন থেকেই এই সমস্যা বলে জানিয়েছেন স্থানীয়রা। জাতীয় সড়কের কোন নিকাশি নালা না থাকার কারণেই জল নিষ্কাশন না হওয়ার জন্য অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা স্কুল চত্বর। কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিনা বেগম জানিয়েছেন, তাঁরা বিদ্যালয়ের জমা জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা নেবেন।

Like Us On Facebook