অজয় নদে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় মাঝ নদীতে চড়ে আটকে পড়লেন ৩ জন ব্যক্তি সহ বেশকিছু গবাদী পশু। আউসগ্রামের ফতেপুর এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্জয় মোকাবিলা দফতরের টিম। আজ সকাল থেকে অজয় নদে জল ছাড়া শুরু হয়। পাশাপাশি দামোদর নদেও জল ছাড়া শুরু হয়। বিকাল ৪ টা পর্যন্ত্য জেল প্রশাসন সূত্রে জানা গেছে অজয় নদে ১ লক্ষ ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। প্রশাসনের আশঙ্কা জলস্তর আরও বাড়তে পারে। পাশাপাশি সন্ধ্যা সাড়ে পাঁচটায় দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ২ লক্ষ ২২ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়। ইতিমধ্যেই অজয় ও দামোদরের তীরবর্তী ব্লক গুলোতে সর্তক করে মাইক প্রচার করা হচ্ছে। অজয় বিপদ সীমার কাছাকাছি বইছে।
Like Us On Facebook