সপ্তাহ খানেক ধরেই বন্ধ জঞ্জাল সাফায়ের কাজ। ইতিউতি শহরে জঞ্জালের পাহাড়। গোটা শহর দুর্গন্ধে ভাসছে। ছড়াচ্ছে দূষণ। প্রশ্নের মুখে স্বচ্ছ ভারত অভিযান কিংবা মিশন নির্মল বাংলা প্রকল্প। দীর্ঘদিন ধরে মেমারি পৌরসভার জঞ্জাল, নোংরা সবই ফেলা হয় মেমারির নদীপুর ডিভিসির সেচখালের পাড়ে। হঠাৎই এক সপ্তাহ আগে নদীপুরির বাসিন্দারা জঞ্জাল ফেলতে বাধা দেয়। তাদের দাবি এই ভাবে প্রতিদিন নোংরা, আবর্জনা ফেলায় তাদের এলাকায় দূষণ ছড়াচ্ছে। বসবাস করা যাচ্ছে না। মশা, মাছির উপদ্রব বাড়ছে। সাফাই কর্মীরা বাধ্য হয়ে নোংরা তোলা বন্ধ করে দেয়। ফলে জঞ্জাল জমতে থাকে শহরের বিভিন্ন জায়গায়। আর এতেই চরম সমস্যায় পড়েছেন মেমারি পুরসভার নাগরিকরা। দুর্গন্ধে, দূষণে তারা অতিষ্ঠ। শহরের স্কুল, কলেজ কোথাও বাদ নেই সর্বত্রই জমছে জঞ্জাল। রাজ্যের ছোট ও নবীন পৌরসভার গুলির মধ্যে অন্যতম হল মেমারি। ১৯৯৫ সালে বাম আমলে পথ চলা শুরু। তারপর ২০১০ সালে মেমারি পৌরসভার পালাবদল। বামেদের পরাজিত করে ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে মেমারি পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা হবে। জঞ্জাল মুক্ত করা হবে গোটা শহরকে। এখন এই সমস্যার সুরাহার অপেক্ষায় পৌর নাগরিকরা।
Like Us On Facebook